আধিপত্য দেখিয়ে শুরু চ্যাম্পিয়নদের
৫১ বলে দরকার ১ রান। স্ট্রেইকে নিগার সুলতানা জ্যোতি। থাইল্যান্ডের লেগ স্পিনার সুলিপন লাওমির করা বলটি লং অন দিয়ে উড়িয়ে ৯ উইকেটের বিশাল জয় নিশ্চিত করেন বাংলাদেশ দলের অধিনায়ক। মেয়েদের এশিয়া কাপে শিরোপা ধরে রাখার লক্ষ্যে ঘরের মাঠে উড়ন্ত সূচনা বাংলাদেশের। জয়ের পর স্বস্তি জ্যোতির কণ্ঠে,…