রিয়ালের জয়েও অস্বস্তি বেনজেমার চোট
গত মৌসুম যেখানে শেষ করেছিল রিয়াল মাদ্রিদ, সেখানেই কি শুরু করল তারা? ফেদে ভালভার্দের পাস আর সেখান থেকে ভিনিসিয়ুস জুনিয়রের প্লেসিং- এভাবেই তো ১৪তম চ্যাম্পিয়নস লিগ জয়ের গল্পটা লিখেছিল রিয়াল। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রথম গোলটাও এলো ভিনিসিয়ুসের পাস থেকে। পাস, সেই ভালভার্দের। ভিনিসিয়ুসের…