পেনসিলে আঁকা হাওর
আতিক মোহাম্মদ শরীফ আগস্টের শেষে সন্ধ্যায় হঠাৎ বন্ধু মঞ্জিলের ফোন আসে। বলে, কোথায় আছিস? কাছেই, জানালাম আমি। দেখা হলো ওর সঙ্গে। তবে ও একা নয়। আরেক বন্ধু সাগরও আছে ওর সঙ্গে। হঠাৎ জরুরি তলব? জানতে চাইলাম আমি। প্ল্যান আছে ওদের। খুলে বলল, কোথাও বেড়াতে যেতে চায়। আমাকে নিয়ে। কোথায়? কিশোরগঞ্জের…