স্লোভেনিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বামঘেঁষা সরকার সমর্থিত প্রার্থী নাতাশা পিরক মুসার। দেশটির ইতিহাসে তিনিই প্রথম নারী প্রেসিডেন্ট। খবর দ্য গারডিয়ানের। রোববার রক্ষণশীল ধারার প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে পরাজিত করেন উদারপন্থী আইনজীবী নাতাশা।…