দৌড় এবার ২০০ মেগাপিক্সেলের
স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২৩ আলট্রায় থাকতে পারে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। দশা চক্ষু চড়ক গাছ হওয়ার আগে বলে নিই, স্যামসাং ছাড়াও এই দৌড়ে কোমর বেঁধে নেমেছে আরও প্রতিষ্ঠান। মটোরোলা মটো এক্স৩০ প্রোর ক্যামেরা সিস্টেমেও ২০০ মেগাপিক্সেল সেন্সর রাখা হয়েছে। আর…