ঘরে ঢুকে যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। দক্ষিণ ইংল্যান্ডের শহর ব্রাইটনে ইদানীং হুটহাট আবহাওয়া বদলাচ্ছে। বাইরে তাপমাত্রা সাত-আট ডিগ্রি সেলসিয়াসের মতো। একই সঙ্গে বৃষ্টিও ঝরছে। তিন ঘণ্টার ড্রাইভ আর এক ঘণ্টার হাইকিং করে ওয়েস্ট সাসেক্সের অ্যানশেন্ট রোমান রোড ঘুরে মাত্র বাসায় ঢুকলাম। যুক্তরাজ্যে…