ধাঁধিয়ে দিচ্ছে সূর্যের আলো
ভারত ঠিক কাঁপছিল এটা বলা যাচ্ছে না, তবে স্বস্তিতেও ছিল না। পরশু তিরুভানন্দতপুরমে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানে আটকে দিয়ে ভারতের শুরুটাও ঠিক ভালো হয়নি। পাওয়ার প্লেতে নিজেদের সর্বনিম্ন রানের (১৭) রেকর্ড গড়েছিল ভারত। সপ্তম ওভারের প্রথম বলে বিরাট কোহলিও ফিরে গেছেন। চাপ কিছুটা হলেও ছিল ভারতের…