হাউস অব দ্য ড্রাগন: এক পাগলাটে রাজপরিবারের গল্প
ড্রাগন পরিবারের অতীত এ প্রশ্নের উত্তরই মিলবে ‘হাউস অব দ্য ড্রাগন’-এ। ‘গেম অব থ্রোনস’-এর ২০০ বছর পূর্বের টারগারিয়ান পরিবারের ক্ষমতা আর তাদের সাম্রাজ্য নিয়েই আয়োজন সিরিজটিতে। মনে রাখা ভালো, টারগারিয়ান রাজপরিবারের যখন ক্ষমতার রমরমা চলছে, তখন তাদের একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো ‘খুন’…