সালাম মুসাফা মুয়ানাকায় ইসলামি রীতি-নীতি
সালাম, মুসাফা এবং মুয়ানাকাকে মসুলমানদের আদব-কায়দায় গুরুত্বপূর্ণ আদর্শ হিসেবে দেখা হয়। ‘সালাম’ আরবি শব্দ। এর অর্থ শান্তি, নিরাপত্তা। আবার শান্তি কামনা ও শুভেচ্ছা প্রকাশেও ‘সালাম’ প্রচলিত রয়েছে। অভিবাদন জানাতেও সালাম জানানো যায়। সালামের পুরো শব্দটি ‘আসসালামু…