সাবিলার মুখে কথা নেই
৪০ মিনিটের নাটক। প্রধান অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক ও সাবিলা নূর। নাটকে মনোজের সংলাপ থাকলেও কোথাও কোনো সংলাপ দেননি সাবিলা নূর। বলা যায়, সংলাপ ছাড়াই পুরো নাটকে অভিনয় করেছেন সাবিলা। অবশ্য গল্প ও চিত্রনাট্যের কারণেই তার এই সংলাপবিহীন চরিত্রায়ন। নাটকটির নাম ‘ময়ূরপুচ্ছ কাক’।…