আবাদ থেকে বিক্রি সবই করেন সেরিনা
আব্দুর রব নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মর্দনা-বিরামপুর। সকালে গ্রামের রাস্তায় নারীরা ব্যস্ত পাটের আঁশ ছড়ানোর কাজে। তাদের সঙ্গেই কাজ করছিলেন এক নারী। তাকেই আবার দেখা গেল ছড়ানো পাটের আঁশ বিলের পানিতে ধুয়ে একসঙ্গে করে রাখতে। বলা যায়, একহাতেই যেন সব কাজ সামলাচ্ছেন…