সুস্থ একজন মানুষের হৃদযন্ত্র প্রতি মিনিটে পাঁচ-ছয় লিটার রক্ত সারা শরীরে পাম্প করে থাকে। ঘড়ির কাঁটার মতো হৃদযন্ত্র বা হার্ট বিরামহীনভাবে চলার কথা থাকলেও তারও ছন্দপতন হতে পারে বা হয়। বর্তমান সময়ে নাগরিক জীবনে এতটাই ব্যস্ত আমরা যে এই হার্টের দিকে তাকানোর সময়ই নেই আমাদের। আর এতেই ঘটে…