শরীফুল-ইবাদতের পর তাইজুলের আঘাত
তাসকিন আহমেদ নেই সাইড স্ট্রেইনে, তবু মিরপুরে আজ তিন পেসার নামিয়ে আগ্রাসনের পরিচয় ঠিকই দিয়েছে বাংলাদেশ। আগ্রাসনের ফলও মিলেছে। প্রথম দিনের প্রথম সেশনেই তিন উইকেট চলে গেছে আয়ারল্যান্ডের, তাদের রান ৬৫। দুই পেসার শরীফুল ও ইবাদত দশ ওভারের মধ্যেই আয়ারল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়ে দেন। ২৬…