পাঁচ শতাব্দীর ঢাকের হাট
রাকিবুল হাসান রোকেল এক, দুই কিংবা তিন বছর নয়, ৫০০ বছরের পুরোনো হাট। তবে এই হাটে গরু-ছাগল কিংবা অন্য সদাই বিক্রি হয় না। এই হাটে বিক্রি হয় কেবলই ঢাকঢোল। এখানে ভাড়ায় ঢাকি ও যন্ত্রীদল পাওয়া যায়। দুর্গাপূজা এলেই হাটটি বসে। শুধু ঢাকঢোলই নয়; সানাই, বিভিন্ন ধরনের বাঁশি, কাঁসিসহ বিভিন্ন ধরনের…