ছাদবাগানে শখ পূরণ, মিলছে নিরাপদ পুষ্টি
জাহিদুজ্জামান, কুষ্টিয়া ফসলি জমি কমে যাওয়ার পাশাপাশি অবাধে নিধন হচ্ছে বৃক্ষ। কমে যাচ্ছে সবুজ। বাড়ছে কার্বন নিঃসরণ। জায়গার অভাবে অনেকেই আবার ফল-ফুলের গাছও লাগাতে পারেন না। এ পরিস্থিতিতে নগরে কিছুটা হলেও গাছের অভাব পূরণ করছে ছাদবাগান। কুষ্টিয়াতেও বহুতল ভবনগুলোর ছাদে এমন অনেক বাগান…