লুলার জয় একটি সংহতির দৃষ্টান্ত
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইস ইনাসিও লুলা দা সিলভা যেভাবে জিতলেন, বছর দুয়েক আগেও সেটা অচিন্ত্যনীয় ছিল। লাখো মানুষের লড়াই ছাড়া এই অর্জন সম্ভব হতো না। এই জনতার অংশগ্রহণই গণতন্ত্রের অভিযাত্রাকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন বামপন্থি নেতৃত্বাধীন একটি সরকার ব্রাজিলের…