লাল মাটির পাহাড়ি কচুতে লাখ টাকার ব্যবসা
মাহফুজ নান্টু, কুমিল্লা কুমিল্লার লালমাই পাহাড়ে মুখিকচু চাষ করেছেন স্থানীয় কৃষকরা। এ বছর ফলন ভালো হওয়ায় মুখিকচু বিক্রি করে লাভের আশা করছেন তারা। অন্যান্য স্থানের তুলনায় লালমাই পাহাড়ের মুখিকচুর স্বাদ ভিন্ন। তাই হাটে এর আলাদা চাহিদাও আছে। কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সদর…