৭ গোলের দুঃস্বপ্নের পর বেতিসের জালে ইউনাইটেডের ৪
লিভারপুলের কাছে প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে বড় হারের ধাক্কা সামলে উঠতে ম্যানচেস্টার ইউনাইটেডের কতটা সময় লাগে, তা নিয়ে জল্পন-কল্পনা ছিল। তবে সব শঙ্কা দূরে ঠেলে ঠিক পরের ম্যাচেই স্বরূপে ফিরেছে এরিক টেন হাগের দল। ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে রেয়াল বেতিসকে তারা ধসিয়ে দিয়েছে ৪-১…