মাদকাসক্তদের চিকিৎসার জন্য লাইসেন্স পাওয়া যেসব বেসরকারি নিরাময় কেন্দ্র আছে তার অধিকাংশেরই অবস্থা খুব নাজুক। এসবের কোথাও চলে প্রকাশ্যে মাদক বেচাকেনা ও সেবন। কোথাও চিকিৎসার নামে টর্চার সেলে রেখে চলে শারীরিক নির্যাতন। কোথাও আবার যৌনতার ফাঁদ পেতে রোগী ও পরিবারের সদস্যদের করা হয় জিম্মি।…