পূজামণ্ডপ যেন বিশ্বকাপ ট্রফি
এনায়েত করিম ট্রফিটি ২৬ ফুট লম্বা, ১০ ফুট চওড়া। বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশের পতাকার মাঝখানে ট্রফিটি। ওপরে বাংলাদেশের পতাকা। পাশেই আছে একতাবদ্ধের প্রতীক। তবে এটি ফুটবল বিশ্বকাপের ট্রফি নয়। রাজশাহী নগরের রাণীবাজার মোড়ের টাইগার সংঘ তাদের পূজামণ্ডপে বিশ্বকাপ ট্রফির আদলে নির্মিত এই…