গাছের গোড়া থেকে প্রথম ১০ ফুটের পুরোটাই ছোট ছোট লেমিনেটেড কাগজে ঢাকা। পেরেক দিয়ে লাগানো সবগুলো কাগজেই বাসা ভাড়ার বিজ্ঞাপন। বন্যার পর ভবনের নিচ তলায় খালি হয়ে যাওয়ায় এসব বিজ্ঞাপন সাঁটিয়েছেন ভবন মালিকরা। সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় ঢুকে হাতের বাঁ পাশের একটি গাছে বিজ্ঞাপনের দৃশ্য…