রাসেলের জন্য ভালোবাসা
জাফর ওয়াজেদ একাত্তরের ৯ মাস, মা, ভাইবোন, ভাগ্নেসহ যে বাড়িটায় বন্দি ছিল, তার ছাদের ওপর দুদিকে দুটি বাংকার করে মেশিনগান বসিয়ে পাহারা দিত পাকিস্তানি হানাদার বাহিনীর সেনারা। এ ছাড়া আরেকটা বাংকার গ্যারেজের ছাদে। বাগানের মাটি কেটে খোঁড়া হয়েছে ট্রেঞ্চ। দিনরাত গুলির আওয়াজ। যখন বিমান আক্রমণ…