চলে গেলেন ফরাসি নবতরঙ্গ আন্দোলনের পুরোধা নির্মাতা জ্যঁ লুক গদার। ফ্রান্সের গণমাধ্যমের বরাতে ইউরোপীয় গণমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো টুইটারে এই নির্মাতার মৃত্যুতে শোক জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। কাইয়ে দু সিনেমা (ফরাসি চলচ্চিত্র সাময়িকী) ঘিরে…