রোনালদো কেন, মেসি কেন নয়
১৭ বছর আগে সবশেষ যখন এমন কিছু হয়েছিল, লিওনেল মেসি তখনও বার্সেলোনা আর আর্জেন্টিনা ভক্তদের বাইরে অতটা পরিচিত নাম নন। সে সময়ের ১৮ বছর বয়সী চোখে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন নিয়ে ছুটতে থাকা মেসি এখন ৩৫-এ শেষের গান শুনছেন। মাঝের ১৭ বছরে বর্তমান ছাপিয়ে সর্বকালের সেরাদের একজন হয়েছেন। শুধু একটা…