মানহীন ঘর, মানবেতর জীবন
চা-শ্রমিকদের মজুরি বেশি দেখাতে বাগানমালিকরা যে আবাসন সুবিধার কথা বলেন, সেটি একেবারেই মানহীন। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘরের সঙ্গে নেই রান্নাঘর বা টয়লেট সুবিধা। বৃষ্টির দিন ফুটো চাল দিয়ে পানি পড়ে। সেগুলো মেরামত করে দেয় না মালিকপক্ষ। নিজেদের পয়সায় তা মেরামত করতে হয়। আবার কোথাও…