ফারদিন-বুশরার পরিচয় ৪ বছরের, শুরু ফেসবুকে
কিশোরগঞ্জ শহরের নির্মাণাধীন একটি তিনতলা বাড়ি। যেটি সবুজের বাড়ি নামেই পরিচিত। বাড়ির বাইরের অংশে কমবেশি মানুষের চলাফেরা। ভবনের ভেতরে সুনশান নীরবতা। দুই রুমের ফ্ল্যাটের মাঝখানে ‘বিপর্যস্ত’ অবস্থায় বসে আছেন ইয়াসমিন বেগম। পাশের রুমে বিছানায় মুখ গুজে রয়েছে মোহাম্মদ, তাহিয়া…