নির্মাণের ১০ বছর পার হতে না হতেই সৌন্দর্য হারিয়ে রূপসী ফোয়ারাটি এখন বিবর্ণ। নিয়মিত পরিচর্যা না থাকায় ধুলোবালি আর ময়লার আস্তর পড়েছে এতে। আশপাশে জমেছে আবর্জনার স্তূপ। নগরের সৌন্দর্যবর্ধন এবং ইতিহাস-ঐতিহ্যের স্মারক হিসেবে রূপগঞ্জের রূপসী চত্বরে ২০১৩ সালে স্থাপন করা হয় দৃষ্টিনন্দন ফোয়ারাটি।…