পাঁচ দিন পর মরদেহ ফেরত দিল বিএসএফ
দামুড়হুদা উপজেলার বলদিয়া সীমান্তের ৮১ মেইন পিলারের জিরো লাইনের কাছে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পতাকা বৈঠক শেষে বিজিবির কাছে ওই যুবকের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। নিহত মুনতাজের মেজো ভাই ইন্তাজুল আলী বলেন, ‘আমার বড় ভাই গরু-মহিষের ব্যবসা করেন। রাতে সীমান্তে মহিষ আনতে যান তিনি।…