তাদের পর আর কে?
প্রশ্নটা কিন্তু রোমাঞ্চ জাগায় – মেয়েদের গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হচ্ছেন কে? নতুন নতুন তারকা হাজির হচ্ছেন প্রতিনিয়ত। বছরের চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতছেন ভিন্ন ভিন্ন চারজন। এমন কেউ, যারা হয়তো কিছুদিন আগেও বিশ্ব টেনিসে ছিলেন আনকোরা! দূর অতীতে যাওয়ার দরকার নেই। এই তো ২০২২ সালের…