বাটিকের ব্যবসা কোটি টাকার
এলাকাজুড়ে রং-বেরঙের কাপড় উড়ছে। যেখানে চোখ যায়, সেখানেই সাদা কাপড়ে করা বাটিকের নকশা। এমন দৃশ্যের দেখা মেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি গ্রামে। এ গ্রামের প্রায় প্রতিটি ঘরে বুটিক-বাটিকের কাজ হয়। এ কারণে পরিচিতিও পেয়েছে বাটিকের গ্রাম নামে। গ্রামের বাসিন্দারা…