১ লাখ ৩৮ হাজারে বিক্রি ৯২ কেজির বাঘাইড়
তিস্তা নদীর লালমনিরহাট অংশে জেলের জালে ধরা পড়েছে ৯২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে মাছটি নীলফামারী শহরের শাখামাছা বাজারে তোলেন জেলেরা। পরে মাছ-ব্যবসায়ী জিয়াউর হক মাছটি নিয়ে বিক্রি করা শুরু করেন। জিয়াউর হক বলেন, মাছটি ৯২টি ভাগ করেছি। প্রতিভাগ ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি…