ভেঙে যাচ্ছে জমজমাট সাধুর হাট। আখড়াবাড়ি খালি করে ছেড়ে যেতে শুরু করছেন সাধু-বাউলরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ণসেবার মধ্য দিয়ে রীতি-রেওয়াজ সম্পন্ন করেছে লালন অ্যাকাডেমি। বুধবার শেষ হচ্ছে ফকির লালন সাঁইয়ের ১৩২তম তিরোধান দিবসের তিন দিনের অনুষ্ঠানমালা। আবার মিলিত হওয়ার আশা নিয়ে…