চেলসির জয়ের পর চাকরি নিয়ে রসিকতা কোচের
কাজটা খুব সহজ ছিল। প্রথম লেগে ১-০ হেরে গেলেও দ্বিতীয় লেগ নিজেদের মাঠে। ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বড় জয়ের আশা করতেই পারে চেলসি। দুই দলের স্কোয়াডের শক্তির পার্থক্য, স্টামফোর্ড ব্রিজের দর্শক– সব চেলসির পক্ষে। কিন্তু জানুয়ারিতে রেকর্ড ভেঙেচুড়ে দেয়া দলবদলের পর থেকে ছন্দে…