চাকরি ছেড়ে আজাদ এখন ফলবাগানি
মাহফুজ নান্টু, কুমিল্লা ‘পণ্য নিয়ে টাকা দেয় না, দিনের পর দিন দোকানিদের পেছনে ঘুরতে হয়। আবার টার্গেট পূরণ না হলে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে কটু কথা শুনতে হতো। এভাবে প্রায় আট বছর। পরে অতিষ্ঠ হয়ে ডিস্ট্রিবিউটরশিপ (পরিবেশকের চাকরি) বাদ দিয়ে দিই। শুরু করি ফলের বাগান ও শাকসবজি…