বিদায় জ্যঁ লুক গদার
কাইয়ে দু সিনেমা (ফরাসি চলচ্চিত্র সাময়িকী) ঘিরে একদল টগবগে তরুণের বুকের মধ্যে আগুন। আগুন তো নয়, সৃজনশীলতার ফুলকি ছোটে যেন। সেই ফুলকি আটকে থাকেনি ফ্রান্সে। ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। মূল ধারার চলচ্চিত্রকে একেবারে তুলোধুনো করা সমালোচকরা একদিন হয়ে উঠলেন নিজেরাই চলচ্চিত্র নির্মাতা। শুরু হলো…