এ প্রদীপ নিভবে না কোনো দিন
শরীফ নাসরুল্লাহ দুলদুলের গায়ের রং ময়লা। মানে কালো। তাই পরিবার থেকে গান গাওয়ার একটা সুযোগ পাওয়া গেল। রং ফর্সা নয়। গানের গলা দিয়ে যদি ভালো বিয়ে হয়! এই ছিল পরিবারের আশা। সে আশাই যে বাংলা গানের ‘আশা’ হয়ে উঠবে, তা কে জানত! কলকাতার ঢাকুরিয়ার মেয়েটি তখন কৈশোরে। মনটা পড়ে থাকে কালবৈশাখীর…