ইস্তাম্বুলে একদিন
ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দের এনসিমালেন এয়ারপোর্ট থেকে ২০১৮ সালের সেপ্টেম্বরের একরাতে রওনা হলাম। গন্তব্য তুরস্কের সবচেয়ে বিখ্যাত নগর ইস্তাম্বুল। টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট ধরে সেখানে পৌঁছলাম। দীর্ঘ আকাশযাত্রায় সময়ের তালগোল পাকিয়ে যায়। বিমানবন্দর থেকে বেরিয়ে দেখি, দুপুর গড়িয়ে এসেছে।…