এই রাতটা শুধু আর্জেন্টিনার
ম্যাচের আগে সংশয়, অজানা আতঙ্ক। কত অঙ্ক-সমীকরণের আনাগোনা! যদি গোল হয়, যদি না হয়? গোল হলেই বা কী হবে, না হলেই বা কী হবে। শুধু তাই নয়, এক চোখ রাখতে হবে আরেক ম্যাচের দিকেও। মস্তিষ্কের ধূসর কোষগুলোকে পাটিগণিতের মারপ্যাঁচে চাঙ্গা করে তোলার করার কাজটা আর্জেন্টিনার সমর্থকেরা সেই স্কুলজীবনের…