মেসির হাতে বিশ্বকাপই ছিল হাসপাতালে শেষ দিনগুলোতে পেলের চাওয়া
ব্রাজিলের কেউ আর্জেন্টিনার জয় চাইবে না, আর্জেন্টিনার কেউ চাইবে না ব্রাজিলের জয় – ফুটবলে সব সময় এটাই তো ‘নিয়ম’ ছিল! অবস্থা এমন ভাবা হতো যে, ব্রাজিলের বিপক্ষে কলাগাছ খেললে আর্জেন্টাইনরা কলাগাছের জয় চাইবে, একই পরিস্থিতিতে পড়লে ব্রাজিলিয়ানদের চাওয়াও থাকবে অভিন্ন। কিন্তু…