বাংলায় হবে পুষ্পা রাজত্ব
‘পুষ্পা’ ঝড় বয়েছিল পুরো ভারতে। সেই ঝড়ের হাওয়া এবার বইবে বাংলাতেও, মানে পশ্চিমবঙ্গে। বাঁকুড়ার লাল মাটির সোঁদা গন্ধ মিশে যাবে পুষ্পারাজ আর শ্রীভল্লির প্রেমকাহিনিতে। এমন খবরই বইছে ভারতের সিনেমাপাড়ায়। ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে পর্দায় মাত করেছিলেন আল্লু অর্জুন ও রাশমিকা মন্দানা। এবার শুরু…