আনন্দ দেয়া মানুষের খোঁজ নেয় না কেউ
পুতুলনাচ। নানা ধরনের গল্প আর লোককথাকে আশ্রয় করে মানুষকে আনন্দ দিতে জুড়ি ছিল না এই শিল্পমাধ্যমের। গ্রামগঞ্জ, হাটবাজার, স্কুল কিংবা খোলা মাঠে মঞ্চ সাজিয়ে বসত পুতুলনাচের আসর। নানা ধরনের বিনোদনমাধ্যমের উপস্থিতিতে সেই পুতুলনাচ বলতে গেলে হারিয়েই গেছে। পুতুলনাচের পুতুলগুলো হয়ে পড়েছে বাক্সবন্দি।…