স্বল্প সময়ে বেশি ফলন চাষে বাড়ছে আগ্রহ
কামরুজ্জামান মিন্টু, ময়মনসিংহ গাছ খাটো। অন্যান্য জাতের চেয়ে পাতার সংখ্যাও বেশি। বীজ বপনের মাত্র ৩০ দিনের মধ্যে শাক তোলা যায়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বিজ্ঞানীদের উদ্ভাবিত পাটের এমন এক জাত নিয়ে ময়মনসিংহের চাষিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।জাতটির নাম বিনা পাটশাক-১।…