সমুদ্রের কোলজুড়ে বর্ণিল আয়োজন
মুহিববুল্লাহ মুহিব, কক্সবাজার এখানে যতদূর দৃষ্টি যায়, কেবল নীল জলরাশি। এখানে সূর্য তার শেষ রক্তিম আভাটুকু আকাশে ছড়িয়ে দিয়ে টুপ করে ডুব দেয় সেই নীল জলে। এখানে বাতাসে ভেসে বেড়ায় ভালোবাসা। তাই তো প্রেমিক মন বারবার ছুটে যায় সমুদ্রের টানে। প্রতিবছর এখানে সমুদ্র আর ঢেউয়ের সঙ্গে মিতালি…