৭২ বছর পর নিহত সেনার দেহাবশেষ চিহ্নিত
কোরীয় যুদ্ধে নিহত এক মার্কিন সৈনিকের দেহাবশেষ চিহ্নিত হলো ৭২ বছর পর। তিনি হলেন টমি টি হ্যাঙ্কস। বিবিসি জানায়, ১৯৫০ সালে টমি টি হ্যাঙ্কস যখন যুদ্ধে যোগদান করেন, তখন তার বয়স ছিল মাত্র ২৭। ২৬ নভেম্বর উত্তর কোরিয়ার চংচন নদী তীরবর্তী আনজু এলাকা থেকে নিজের দলকে সরিয়ে নেয়ার মুহূর্তে নিহত…