অনেকেই চেনেন না পণ্ডিত রবিশঙ্করের পৈতৃক ভিটা
সাবেকি আমলের দোতলা বাড়ি। দেয়ালের কারুকাজ, স্থাপত্যশৈলী আর পরিসর দেখেই আন্দাজ করা যায় এক সময় এটি জমিদারবাড়ি ছিল। তবে বাড়িটি কাদের, বলতে পারে না তেমন কেউ। এখন ডাকবাংলো বলেই সবাই চেনে বাড়িটিকে। নড়াইল জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে কালিয়া উপজেলা। সেখানকার রামনগর গ্রামের এই ডাকবাংলোটি…