নেদারল্যান্ডসকে হারাতে পারেনি ইকুয়েডর, হতাশা কাতারের
ভারে এগিয়ে নেদারল্যান্ডস, কাগজে-কলমের হিসাবে ধারেও। র্যাঙ্কিং বলছে, আটে থাকা নেদারল্যান্ডসের ৩৬ ধাপ পেছনে অবস্থান ইকুয়েডরের। কিন্তু দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ মাঠের পারফরম্যান্সে ধারে যা কাটল ইকুয়েডরই। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। ১৯৯৮-এর পর এই প্রথম বিশ্বকাপে…