অনলাইনে নেতিবাচক খবর পড়ার প্রভাব
বৈশ্বিক অতিমারি, ইউক্রেনে যুদ্ধ থেকে শুরু করে আসন্ন জলবায়ু সংকট—অনলাইনে নেতিবাচক খবরের কোনো কমতি নেই। মুঠোফোন বা কম্পিউটারে দীর্ঘক্ষণ এমন নেতিবাচক খবর দেখা বা দেখার তাড়নাকে বলা হয় ‘ডুমস্ক্রল’। করোনাকালের শুরু থেকে মানুষের মধ্যে এ প্রবণতা বেড়েছে। নতুন এক গবেষণায় ডুমস্ক্রলের সঙ্গে…