‘আমাদের কথা কেউ জানে না, ভাবেও না’
রাজধানীর গাউছিয়া মার্কেট থেকে নিউ মার্কেটে যাওয়ার ফুটওভারব্রিজ। সেখানে একটি চটের ব্যাগের ওপর ডিজাইনওয়ালা মাস্ক নিয়ে বসে আছেন এক বৃদ্ধ। সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইতেই তিনি বলে উঠলেন, ‘আপনারা তো কেবল বড় ব্যবসায়ীদের কথা লেখেন পত্রিকায়। আমাদের কথা কেউ জানেও না, কেউ বলেও না।’…