ফের চাঁদে কী চায় নাসা
সব ঠিকঠাক থাকলে আর্টেমিস অভিযানের প্রথম রকেট এতক্ষণে চাঁদের উদ্দেশে পৃথিবী ছেড়েছে। অভিযান সফল হলে পাঁচ দশকের বেশি সময় পর চাঁদে ফিরবে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। প্রথম অভিযানে কোনো নভোচারী থাকছে না, এর বদলে তিনটি ম্যানিকিন পাঠানো হচ্ছে। আর্টেমিস-১ অভিযানে নাসার ‘স্পেস লঞ্চ সিস্টেম’…