গত তিন শতাব্দীজুড়ে ফ্রান্সের রাজধানী প্যারিস সারা বিশ্বকে নানাভাবে তোলপাড় করে তুলেছে। এই প্যারিসেই অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে জ্যাকোবিনরা ‘ফরাসি বিপ্লবে’র পতাকা উড়িয়ে পুঁজিবাদী ব্যবস্থাকে প্রতিষ্ঠার রাস্তা তৈরি করেছিল। আবার ১৮৭১ সালে ‘প্যারি কমিউনে’র মাধ্যমে অল্প কয়েক দিনের জন্য হলেও…
চলে গেলেন ফরাসি নবতরঙ্গ আন্দোলনের পুরোধা নির্মাতা জ্যঁ লুক গদার। ফ্রান্সের গণমাধ্যমের বরাতে ইউরোপীয় গণমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো টুইটারে এই নির্মাতার মৃত্যুতে শোক জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। কাইয়ে দু সিনেমা (ফরাসি চলচ্চিত্র সাময়িকী) ঘিরে…